নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে ২২১ কোটি ৫৬ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের ১৩ প্রকারের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার দুপুরে টেকনাফ-২ বিজিবি সদর দফতর প্রাঙ্গণে এসব মাদক ধ্বংস করা হয়। গত ৪ এপ্রিল থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে মালিকবিহীন জব্দকৃত ১২ প্রকারের ২২০ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য এবং এক কোটি ১৫ লাখ ৯২ হাজার ২০০ টাকা মূল্যের ৫৭ হাজার ৯৬১ প্যাকেট মিয়ানমারের বিভিন্ন প্রকারের সিগারেট প্রকাশ্যে ধ্বংস করা হয়।
বক্তব্য দেন সেক্টর কমান্ডার কর্নেল মো. রকিবুল হক পিএসসি, টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম, কক্সবাজার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোছাইন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাদকদ্রব্য ধ্বংসকরণের উদ্বোধন করেন।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ২১৯ কোটি ৬২ লাখ ৯১ হাজার ৬০০ টাকা মূল্যের ৭৩ লাখ ২০ হাজার ৯৭২ পিস ইয়াবা বড়ি, ১৩ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ৮৭৮ বোতল ম্যান্ডেলা রাম মদ, এক লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১০৮ বোতল গ্রান্ট মাস্টার মদ, ৭ লাখ ৬৮ হাজার টাকা মুল্যের ৫১২ বোতল কান্ট্রি ড্রাইজিং মদ, ৫৪ হাজার টাকা মূল্যের ৩৬ বোতল মিয়ানমার মদ, ৪৩ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ৪৫৬ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৪ লাখ ৬১ হাজার ৭৫০ টাকা মূল্যের এক হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ৩০ হাজার টাকা মূল্যের ১২০ ক্যান চং ক্লাসিক বিয়ার, ৩৯ হাজার ২৫০ টাকা মুল্যের ১৫৭ ক্যান সিঙ্গা বিয়ার, ৩৩ হাজার ২৫০ টাকা মূল্যের ১৩৩ ক্যান চেং বিয়ার, ৫৬ হাজার ৭০০ টাকা মূল্যের ১৬ হাজার ২০০ কেজি গাঁজা, ৫ লাখ ২২ হাজার ৩০০ টাকা মূল্যের এক হাজার ৭৪১ লিটার চোলাই মদ, এক কোটি ১৫ লাখ ৯২ হাজার ২০০ টাকা মূল্যের ৫৭ হাজার ৯৬১ প্যাকেট মিয়ানমারের বিভিন্ন প্রকারের সিগারেট।
দৈনিক দেশজনতা/এন এইচ