নিজস্ব প্রতিবেদক:(ঢাকা,১৯মে)
সমকামী সন্দেহে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত তিনটার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানিয়েছেন, কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় একটি নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু তরুণ একটি কমিউনিটি সেন্টারে জড়ো হয়। গতরাতেও তারা সেখানে জড়ো হয়েছে, এমন খবর পেয়ে র্যাব সদস্যরা কমিউনিটি সেন্টারটি ঘেরাও করে। তাদের কাছে কিছু মাদক পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে তারা সমকামিতার সাথে জড়িত।
র্যাব অধিনায়ক জানান, তারা স্বীকার করে যে তারা মূলত ঐ কাজেই (সমকামিতায় লিপ্ত হওয়া) আসে।
খবর বিবিসির।
দৈনিক দেশজনতা/এন আর/সময়:১৭:৫৫
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

