১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

কুড়িগ্রামে ৫ জয়িতাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অর্থনেতিক সাফল্য, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য, সফল জননীর সাফল্য, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুর সাফল্য ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের সাফল্য অর্জনকারী ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। শনিবার দুপুরে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে এ আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা গ্রামের মৃত বিপীন চন্দ্রের মেয়ে কুমারী মিনতী রানী, সফল জননীর সাফল্য অর্জনকারী ফুলবাড়ী ইউনিয়নের নাগদাহ গ্রামের মৃত আবু হোসেন সরকারের স্ত্রী সেলিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুর সাফল্য অর্জনকারী বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বালাতারী কালিরহাট গ্রামের মৃত নিজাম উদ্দিনের মেয়ে সাবানা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের সাফল্য অর্জনকারী শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের অনের আলীর স্ত্রী ও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বার গোলেজান বেগম।

সম্মাননা অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোর সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আর্জিনা খাতুন, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, সলিডারিটির ফিল্ড ফ্যাসিলেটেটর রেশমা বেগম। জয়িতা নারীর মধ্যে বক্তব্য রাখেন- গোলেজান বেগম, সেলিনা বেগম, কুমারী মিনতী রানী।

বক্তারা বেগম রোকেয়ার আদর্শ কর্মকাণ্ডে নারীকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার (সিএস) আবুবকর সিদ্দিক, উপজেলা প্রেসক্লাব সভাপতি ইউসুফ আলী সংগ্রামী, সরিডারিটি এসডি সমষ্টি প্রজেক্টেও আজিজ ও রফিকসহ আরো অনেকে।

সম্মাননা প্রদানের আগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ফুলবাড়ী উপজেলা শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করা হয়। পরে শহরের সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত সমিতির সদস্য রুবী বেগমের ব্যবসা প্রতিষ্ঠান জয়িতা কর্ণারের ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবেন্দ্র নাথ উরাঁও।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৭ ৪:৩১ অপরাহ্ণ