১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

অন্ধদের বাংলা বই পড়ার ‘ব্রেইল গ্লাভস’ আবিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ‘ব্রেইল গ্লাভস’ উদ্ভাবন করেছেন বাংলাদেশের এক শিক্ষার্থী। অভিনব এ প্রযুক্তির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা এখন থেকে বাংলা ভাষার সব ধরনের বই পড়তে পারবে বলে দাবি করেছেন এই প্রযুক্তির উদ্ভাবক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী অভিজিত হাজরা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ মেলায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টলে এ প্রযুক্তির প্রদর্শন করা হয়। প্রযুক্তির তত্ত্বাবধায়ক বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ড. মো. মশিউল হক।

প্রযুক্তির উদ্ভাবক অভিজিত হাজরা বলেন, বাংলা ভাষার যে কোনো বই সফটওয়্যারে ইনপুট করলে, অন্ধ ব্যক্তিরা ব্রেইল কনভার্টারের সংযুক্ত গ্লাভস ব্যবহার করলে ভাইব্রেশনের মাধ্যমে সকল লেখা পড়তে পারেন। চট্টগ্রামের মুরাদপুরে একটি স্কুলের কিছু অন্ধ শিক্ষার্থীর মাধ্যমে এই প্রযুক্তির প্রথম ব্যবহার হয়েছে। সেখানে এর সফলতা পাওয়া গেছে বলে জানান অভিজিত। গ্লাভস ও সফটওয়্যারের সংযোগ তৈরি করতে ৬ মাস সময় লেগেছে অভিজিতের। খরচ হয়েছে মাত্র ৬ হাজার টাকা। তবে বর্তমানে বাজারে যে ধরনের ব্রেইল প্রিন্টার পাওয়া যায় তার মূল্য ৪০ হাজার টাকার অধিক।

অভিজিত জানান, দৃষ্টিপ্রতিবন্ধীরা অনলাইন ডাটা পড়তে চায়, সফট কপি পড়তে চায়; তাহলে এটার মাধ্যমে পড়তে পারবে। বর্তমানে অন্ধরা শুধু হার্ড প্রিন্টের বইগুলো পড়তে পারেন। তাদের জন্য এখন পর্যন্ত অন্য কোনো সহজলভ্য উপায় আবিষ্কার হয় নাই। অন্ধরা যদি প্রিন্ট ব্যাতীত অন্য কিছু পড়তে চাই, তাহলে সেটা এতদিন সম্ভব ছিল না। এই প্রযুক্তি বাজারে আসলে সম্ভব হবে। অভিজিত জানান, বাংলাদেশে একটাই আছে ব্রেইল প্রিন্টার, যেখানে সরকারিভাবে ছাপা হয়। এটাকে যেন সহজলভ্য করা যায়, সেই চিন্তা থেকে ব্রেইল প্রিন্টার বাংলাতে ডিজাইন করা হয়েছে। যার সম্পূর্ণ ডিজাইন তাদের করা।

বর্তমানে দৃষ্টিপ্রতিবন্ধীরা ব্রেইল প্রিন্টারের মাধ্যমে কিছু সংখ্যক বই পড়তে পারেন। বেসরকারিভাবে এই ব্রেইল প্রিন্টার রয়েছে কিছু প্রতিষ্ঠানে। তবে সরকারি ব্রেইল প্রিন্টার রয়েছে মাত্র ১টি, গাজীপুরে। তবে ব্রেইল প্রিন্টার দিয়ে সকল বই পড়া যায় না। শুধু প্রিন্ট করা বই ছাড়া। যার মূল্য ৪০ হাজার টাকার বেশি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৭ ৪:০৯ অপরাহ্ণ