১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৭

ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রয়েছে। ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশন এলাকায় জামালপুরগামী তেলবাহী একটি ট্রেন লাইনচূত হওয়ায় এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

শনিবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম জানান, সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ৯৯১ ট্যাঙ্ক স্পেশাল ট্রেনটি জামালপুরের পাওয়ার প্ল্যান্টের অভিমুখে যাত্রা করে। পরে ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশনে যাওয়ার পর ট্রেনের ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যূত হয়। এতে করে ময়মনসিংহ-জামালপুর রেলপথের সবরকমের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সোয়া ১টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আরো জানান, ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে জামালপুর ও দেওয়ানগঞ্জ জগন্নাথঘাটগামী তিস্তা, অগ্নিবীনা, কমিউটার ও ধলেশ্বরী এক্সপ্রেস আটকে রয়েছে। উদ্ধার প্রক্রিয়া শেষ করতে রাত হতে পারে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৭ ৩:০৩ অপরাহ্ণ