স্পোর্টস ডেস্ক:
বিপিএলের এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে যে দল হারবে, টুর্নামেন্ট শেষ হয়ে যাবে তাদেরই। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে রংপুর রাইডার্সকে ১৬৮ রানের চ্যালেঞ্জিং এক লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৬ উইকেটে ১৬৭ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে পড়ে খুলনা টাইটানস। প্রথম দিকে রান তুলতে খুলনার ব্যাটসম্যানদেরা কিছুটা বেগ পেতে হয়।
শুরুতেই আক্রমণাত্মকভাবে খেলতে গিয়ে উইকেট খোয়ান নাজমুল হাসান শান্ত। দলীয় ২১ রানের মাথায় শান্তর উইকেট তুলে নেন সোহাগ গাজী। এরপর ১১ রান করে আফিফ হোসেন মালিঙ্গার বলে ফিরে যান। অধিনায়ক মাহমুদুল্লাহ দলের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠার ইঙ্গিত দিয়েও বেশি দূর যেতে পারেননি। দুই ছক্কা ও দুই চারে মাত্র ছয় বলে ২০ রানের এক টর্নেড শুরু করেছেলেন তিনি। কিন্তু নাজমুল ইসলামের বলে সোহাগ গাজীর হাতে ধরা পরেন খুলনা অধিনায়ক।
এরপর আরিফুল হককে সাথে নিয়ে ৪০ রানের জুটি গড়েন নিকোলাস পুরান। ৩০ বলে ২৯ রান কোরে আরিফুল আউট হয়ে ফিরে গেলে ঝড় তুলতে ব্যাটিংয়ে আসেন কার্লোস ব্রাথওয়েট। পুরান ২২ বলে ২৮ করে ফিরে গেলেও মাত্র ৯ বলে ২৫ রানে অপরাজিত থেকে ঝড়ো এক ইনিংস খেলেন ব্রাথওয়েট। আর তাতেই মিরপুরের মন্থর উইকেটে চালেঞ্জিং পুঁজি পায় খুলনা।
রংপুরের পক্ষে মালিঙ্গা চার ওভার বল করে ৪৯ রানের বিনিময়ে দুটি উইকেট তুলে নেন।
দৈনিক দেশজনতা/এন আর