১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

সানজামুলের অভিষেক, বাদ পড়লেন মেহেদী মিরাজ।

ক্রীড়া প্রতিবেদক: (ঢাকা,১৯মে)
বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে সানজামুল ইসলামের। শুক্রবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এই অলরাউন্ডারের ওয়ানডে অভিষেক হয়। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এটাই বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সানজামুলের প্রথম ম্যাচ।

সানজামুলকে জায়গা দিতে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে সুবিধা করতে পারেননি মিরাজ। ব্যাটিংয়ে নেমে ৬ রান করে আউট হওয়ার পর বোলিংয়ে ৮ ওভারের স্পেলে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকেন এই টাইগার অলরাউন্ডার।
বাংলাদেশের দল : মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রুম্মন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

এন আর/সময়:১৭:০৮

প্রকাশ :মে ১৯, ২০১৭ ৫:১০ অপরাহ্ণ