নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর অফিসার্স ক্লাব চত্বরে শুরু হয়েছে তিন দিনের আনন্দ মেলা। বৃহস্পতিবার মেলা উদ্বোধন করেছেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অফিসার্স ক্লাবের নারী শাখা এ আনন্দ মেলার আয়োজন করেছে।
প্রতিদিন সকাল ১০টায় মেলা শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত। মেলায় পোশাক, ঘর-গৃহস্থালি ও কারুপণ্যসহ শাড়ি, সেলোয়ার-কামিজের পাশাপাশি আছে বাহারি নকশা ও রংবেরঙের শীতের পোশাক।
খাবারের স্টলে পাওয়া যাচ্ছে শীতের ভাপা ও চিতই পিঠা, কাবাব, লুচি, গরম গরম জিলাপি ও মধু। মেলায় পাটের তৈরি রকমারি ব্যাগ ও লাইট ক্রেতার নজর কেড়েছে। রয়েছে রেশমি চুড়িসহ বিভিন্ন রকমের চুড়ি।
এ ছাড়া বিছানার চাদর, সোফার কুশন-কাভার, সেলাই ছাড়া থ্রি-পিস শাল, সোয়েটার ইত্যাদি। অনেকে আবার পর্দা আটকানো, ফ্রিজের হাতল ধরার কাপড়ের মত অপ্রচলিত কিন্তু প্রয়েজনীয় পণ্যের পসরা নিয়ে এসছেন মেলায়। প্রথম দিনে এসবের বিক্রিও মন্দ ছিল না।
দৈনিক দেশজনতা/এন এইচ