২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস

স্পোর্টস ডেস্ক:

ব্রিস্টলে এক যুবককে প্রহার করে পুলিশি তদন্তের মধ্যে পড়েছেন বেন স্টোকস। তাই ইংল্যান্ডের অ্যাশেজ দলে থাকলেও তাই অস্ট্রেলিয়াতে যেতে পারেননি তিনি। এরই মধ্যে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। আগামী ১৪ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার ঘোষিত ১৬ জনের ওয়ানডে দলে রাখা হয়েছে স্টোকসকে। দলে থাকলেও পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার খেলাটা নিশ্চিত নয়। তাকে অলরাউন্ডারকে একাদশে রাখা হবে কিনা প্রশ্নে কোচ ট্রেভর বেলিস বলেন, ‘সে যখন দলে ফিরবে, সেটা নিশ্চিতভাবে সার্কাস হবে। কিন্তু একসময় মানিয়ে নিতে হবে। আমি জানি না তাকে খেলানো হবে কিনা। এখনও পুলিশের রিপোর্ট আমরা পাইনি।’
ইংল্যান্ড দল: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোনাথন বেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারান, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ডিসেম্বর ৭, ২০১৭ ৪:১০ অপরাহ্ণ