সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়েরগড় সীমান্ত থেকে ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, বুধবার ভোরে লাউয়েরগড় সীমান্ত পিলার ১ হাজার ২০৫ এমপি-এর কাছ থেকে ১০৭ বোতল ভারতীয় অফিসার চয়েস ব্যান্ডের মদ জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ ৬০ হাজার ৫শ’ টাকা।
এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় বলেও জানান তিনি।
দৈনিকদেশজনতা/ আই সি