১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ৭ ডিসেম্বর।

এ উপলক্ষে আগামী রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আওয়ামী মুসলিম লীগের প্রথম সহসভাপতি আতাউর রহমান খান। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। একপর্যায়ে হানাদার পাকিস্তানি বাহিনী তাকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে বন্দী করে রাখে।

১৯৯১ সালের ৭ ডিসেম্বর তার মৃত্যু হয়।

প্রকাশ :ডিসেম্বর ৭, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ