নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ব্ল্যাক ব্যান্ডের ২৬৬ কার্টন সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ দাউম (৩৫)। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল বুধবার রাত ৯টার দিকে সিগারেটসহ ওই যাত্রীকে আটক করে।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, শাহজালাল বিমানবন্দরে কুয়ালালামপুর-ঢাকাগামী ফ্লাইট বিজি-৮৭ বিমানযোগে আসা ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। বিমান অবতরণের পরই তল্লাশি চালিয়ে ২৬৬ কার্টন ব্ল্যাক ব্যান্ডের সিগারেট জব্দসহ ওই যাত্রীকে আটক করা হয়।
আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যাতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক সিগারেটের মূল্য প্রায় ৮ লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
দৈনিক দেশজনতা/এন এইচ