২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৪

নব্য জেএমবির সামরিক প্রধানসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক:

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধান বাবুল আক্তার ওরফে বাবুল মাস্টারকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার তিন সহযোগীও গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন, নব্য জেএমবির শুরা সদস্য দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার মিস্ত্রি, সক্রিয় সদস্য আলমগির ওরফে আরিফ, সক্রিয় সদস্য আফজাল ওরফে লিমন।

বুধবার রাত ১টার দিকে তাদেরকে বগুড়ার মোকামতলা বাজারের পাশ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ৯এমএম পিস্তল, পাঁচটি ৯এমএম গুলি, একটি ম্যাগাজিন, ১০টি ৭.৬২ পিস্তলের গুলি, একটি চাপাতি এবং চারটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

বাবুল মাস্টার বাবুল মাস্টার দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বগুড়া জেলা পুলিশ ও পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, বাবুল মাস্টার ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলমের পর নব্য জেএমবির উত্তরবঙ্গের নেতৃত্ব দিচ্ছিলেন। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুর ১২টায় বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিক সম্মেলন করবেন বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ডিসেম্বর ৭, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ