নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সদরঘাট অঞ্চলের বুড়িগঙ্গা নদীর দুই পাড়ের যাত্রী সহজে যাতায়াতের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তলদেশে ‘টানেল’ নির্মাণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন এবং নতুন সম্প্রসারিত টার্মিনাল ভবনে বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক বৈঠকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ নির্দেশনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, সদস্য (অর্থ) মো. মুনিরুজ্জামান, সদস্য (অপারেশন) ভোলা নাথ দে, পরিচালক (বন্দর) মো. শফিকুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আউয়াল ও সিবিএ সভাপতি মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।