১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

ডিবি পরিচয়ে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে বিমানবন্দর থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উত্তরা ২নং সেক্টরে ঢাকা ব্যাংক উত্তরা অফিসের কাছাকাছি একটি স্থানে এই ঘটনা ঘটে। টোকিও মোড লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার বেতনের ৪০ লাখ টাকা ঢাকা ব্যাংক থেকে উত্তোলন করা হয়। মাইক্রোবাসে করে টাকা নিয়ে যাওয়ার পথে আরেকটা মাইক্রোবাস ডিবি পুলিশ পরিচয়ে তাদের প্রতিরোধ করে। টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
তবে এই ছিনতাইয়ের অভিযোগ তাৎক্ষণিকভাবে পুলিশ অস্বীকার করেছে। বিমানবন্দর থানার ওসি নূর-এ-আজম মিয়া জানান, এরকম কোনো ছিনতাইয়ের অভিযোগ পুলিশের কাছে এখনও আসেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ৯:০০ অপরাহ্ণ