২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১৩

দিল্লির পরিবেশ নিয়ে আইসিসির কাছে শ্রীলঙ্কার অভিযোগ

স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে দিল্লির ফিরোজ শাহ কোটলায় খেলা চলাকালীন পরিবেশ দূষণের মারাত্মক প্রভাবের কারণে মাস্ক পরে ফিল্ডিং করতে দেখা যায় শ্রীলঙ্কান খেলোয়াড়দের। বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে মাঠও ছাড়েন। এছাড়া শ্রীলঙ্কার কয়েকজন খেলোয়াড় মাঠেই বমি করেন। এই ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড শাস্তি পেতে পারে বলে মনে হচ্ছে। দিল্লির মারাত্মক দূষণের ঘটনায় বেশ বিপাকে পড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ।

দিল্লির দূষণ নিয়ে খেলা চলাকালীন শ্রীলঙ্কান খেলোয়াড়দের পক্ষ থেকে বেশ কয়েকবার অভিযোগ করা হয়। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দায়াসিরি জয়সেকারা বুধবার জানিয়েছেন, মঙ্গলবারই আইসিসির কাছে বোর্ডের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। চারজন খেলোয়াড় দূষিত পরিবেশের কারণে বমি করেছে। এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলা হতে পারে না।

দিল্লি টেস্ট চলাকালে শ্রীলঙ্কার বেশ কয়েকজন খেলোয়াড় অস্বস্তিবোধ করেন। কয়েকজন খেলোয়াড় মাঠেই বমি করেন বলে সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়। এই ঘটনায় আইসিসির কাছে অভিযোগ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী জানান, অভিযোগের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়। তবে ঠিক কী ধরনের ব্যবস্থা নেয়া হবে সেটি উল্লেখ করেননি তিনি।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ৭:১৭ অপরাহ্ণ