বিনোদন ডেস্ক:
দেশের প্রথম বেসরকারি অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনকে ‘ইউটিউব ক্রিয়েটর রিওয়ার্ডস’ প্রদান করে সম্মানিত করেছে। উল্লেখ্য, দর্শকদের ভিডিও দেখার জনপ্রিয় এই ওয়েবসাইট ইউটিউব কর্তৃপক্ষ যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার ১ লাখ অতিক্রম করে তাদেরকেই এই সম্মাননার জন্য মনোনীত করেন। গত ০৩ জুলাই ফাগুন অডিও ভিশনের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে এবং বর্তমানে এই চ্যানেলের গ্রাহক সংখ্যা পৌনে ২ লাখেরও বেশি।
ফাগুন অডিও ভিশনের এই অর্জন সম্পর্কে এর কর্ণধার হানিফ সংকেত বলেন, ‘আমরা সবসময়ই দর্শকদেরকে প্রাধান্য দিয়েছি। দর্শকরা সবসময়ই আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং আমাদের বিশ্বাস ভবিষ্যতেও থাকবেন। দর্শকদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার কারণে অনেক চ্যানেলের ভিড়ে এখনও ফাগুন অডিও ভিশনের অনুষ্ঠান দর্শক পছন্দের শীর্ষে রয়েছে। তাই আমাদের এই পুরস্কারটি দর্শকদের উদ্দেশ্যেই উৎসর্গ করলাম।’
উল্লেখ্য, ফাগুন অডিও ভিশন দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি আশির দশক থেকে টেলিভিশনের জন্য মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করে আসছে। দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠানও ফাগুন অডিও ভিশন। প্রায় তিন দশক ধরে এ প্রতিষ্ঠানটি ইত্যাদি ছাড়াও প্রতি বছর দুই ঈদে দুটি নাটক, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ‘সূর্যোদয়ের গান’ ও আমাদের মহান মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’, ‘স্বাধীনতা প্রিয় স্বাধীনতা’ এবং বিভিন্ন বিশেষ দিনে এটিএন বাংলার জন্য ‘পাঁচফোড়ন’ নামে একটি ব্যতিক্রমধর্মী ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করে আসছে।
দৈনিক দেশজনতা /এন আর