১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

বরিশালে ওষুধ কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বরিশাল প্রতিবেদক:

বরিশাল নগরী থেকে রেজিস্ট্রেশন-বিহীন ও অনুনমোদিত ৭ ধরনের ট্যাবলেট ও ক্যাপসুল জব্দ করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস নামক একটি ওষুধ প্রস্তুতকারী কারখানায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

জব্দ অসুধের মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মঙ্গলবার মধ্যরাতে জব্দ ওষুধগুলো পুড়িয়ে ফেলা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর রাকিব-উজ-জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস নামে ওষুধ কারখানায় মঙ্গলবার দুপুর থেকে অভিযান শুরু করে র‌্যাব-৮ এর সদস্যরা। মঙ্গলবার রাত ১১টার দিকে ওষুধ প্রশাসনের সুপারভাইজার তানভির আহমেদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় কারখানাটিতে বিভিন্ন নামের ৫টি রেজিস্ট্রেশন বিহীন ওষুধ এবং ২ টি অনুনোমদিত ওষুধ উৎপাদিত হচ্ছে।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নির্মাণাধীন গুদামের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে প্রায় একশ’ কাটুন ভর্তি ৭ ক্যাটাগরির ওষুধ জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা। যার মধ্যে নিওসটিন আর-১৫০, রেনিটিডিন-১৫০, মেট্রল, ইন্দোপ্রোক্স মিক্স-৫০০, রিবোফ্লোবিন, ডাইক্লোফেনাক নামের ওষুধ রয়েছে।

 

এসব ওষুধের মধ্যে নিওসটিন আর-১৫০ ও ইন্দোপ্রোক্স মিক্স-৫০০ উৎপাদনের কোনও অনুমতি নেই। বাকি ওষুধগুলো উৎপাদনের জন্য কোনও রেজিস্ট্রেশন নেই।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ৫:৩৯ অপরাহ্ণ