নিজস্ব প্রতিবেদক:
২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদভুক্ত ১০টি বিভাগের ৮১ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৪ জন ছাত্র এবং ৫৭ জন ছাত্রী এই অ্যাওয়ার্ড লাভ করেন।
বুধবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেধার সঙ্গে সততা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের সংমিশ্রণ ঘটিয়ে প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অন্যের সমালোচনা না করে আত্মসমালোচনা করতে হবে। জীবনের কোন ক্ষেত্রেই ক্ষমতার অপব্যবহার করা উচিৎ নয়।
জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক হুমায়রা আখতার ধন্যবাদ জ্ঞাপন করেন।
দৈনিক দেশজনতা /এন আর