১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

ইবির বি ইউনিটে পাশের হার ৩৫ শতাংশ, জি ইউনিটে ১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিট ও ‘জি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে দুই ইউনিটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করা হয়। ভর্তি পরীক্ষায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটে পাশের হার ৩৫.৩৭ শতাংশ এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত জি ইউনিটে পাশের হার ১৯ শতাংশ।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সদস্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. গৌতম কুমার দাস, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম, ‘জি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, সদস্য অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. শেলীনা নাসরীন এবং সহকারী অধ্যাপক সুতাপ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

এ বছর ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে ৪২০ আসনের বিপরীতে মোট ১৪ হাজার ৪শত ২৪টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪ শত ২ জন শিক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৫ হাজার ৯৪ জন। পরীক্ষায় পাশের হার ৩৫.৩৭ শতাংশ। এছাড়া ‘জি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা মোট ৯ হাজার ১শত ৩৫ জন। এর মধ্যে বাণিজ্য শাখায় ৫ হাজার ৭ শত ৮ জন এবং অবাণিজ্য শাখায় ৩ হাজার ৪ শত ২৭ জন। বাণিজ্য শাখা থেকে পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৪ হাজার ৬ শত ৩৩ জন এবং অবাণিজ্য থেকে ২ হাজার ৯ শত ১৬ জন।
বাণিজ্য থেকে মোট ৮ শত ৯৫ জন পাশ করেছে। পাশের হার ১৯.৩২ শতাংশ। অবাণিজ্য থেকে পাশ করেছে মোট ৫ শত ৪১ জন। পাশের হার ১৯ শতাংশ। বাণিজ্য ও অবাণিজ্য শাখায় মোট পাশের হার ১৯ শতাংশ।

এছাড়া ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ৫:২৪ অপরাহ্ণ