১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৭

কণ্ঠশিল্পী মিলার মামলায় শাশুড়িসহ ৩ জনের জামিন

বিনোদন ডেস্ক:

কণ্ঠশিল্পী মিলার দায়ের করা মানহানির মামলায় শাশুড়িসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বু্ধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হলেন- মিলার শাশুড়ি আফরোজা নাসির, দেবর এস এম আর রহমান বাপ্পি এবং একটি অনলাইন পত্রিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম।

বুধবার মামলাটি শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার বাদি মিলা আদালতে হাজির হননি। বাদি ও আসামিদের মধ্যে মীমাংসার জন্য আলোচনা চলছে এবং মিলা অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি জানিয়ে তার আইনজীবী জাহেদুল ইসলাম কোয়েল সময়ের আবেদন করেন। অপরদিকে এই তিন আসামি আত্মসমর্পণ করে জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে বিচারক আগামী ২৮ জানুয়ারি আসামি এবং বাদিপক্ষের উপস্থিতির তারিখ ধার্য করেছেন।

এর আগে গত ১৭ অক্টোবর মিলা তার দেবরের স্ত্রী আফরোজা রহমান লাবনীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা দায়ের করেন মিলা। এ মামলায় সানজারি জামিনে রয়েছেন।

গত ১২ মে একটি বেসরকারি এয়ারলাইনসের পাইলট সানজারিকে বিয়ে করেন মিলা।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ৪:২৬ অপরাহ্ণ