১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

ইয়েমেনে সংঘাত এড়াতে নিরাপত্তা পরিষদের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:

সংঘাত এড়িয়ে আলোচনায় ফিরে আসতে ইয়েমেনের সকল পক্ষের প্রতি গতকাল মঙ্গলবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুলাহ সালেহ নিহত হওয়ায় সেখানকার সংঘাতপূর্ণ পরিস্থিতির আরও অবনতি ঘটার পর পরিষদ এ আহ্বান জানালো। খবর এএফপি’র।

ইয়েমেন পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর পরিষদের প্রেসিডেন্ট জাপানের রাষ্ট্রদূত কোরো বাশো বলেন, ‘সংঘাত পরিহার করে ইয়েমেনের দীর্ঘ মেয়াদি অস্ত্রবিরতি অর্জনে কোনো ধরণের শর্ত ছাড়া জাতিসংঘের নেতৃত্বে আলোচনায় বসতে সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। ’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ৩:৫৭ অপরাহ্ণ