১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১১

অবৈধ সম্পদ অর্জনে কাস্টমস কর্মকর্তা আটক,

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কাস্টমস কর্মকর্তা আবদুল মমিন মজুমদারকে চট্টগ্রাম থেকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে গতকাল বৃহস্পতিবার এক কোটি ২৬ লাখ ৬৫১ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪০ লাখ ২৩ হাজার ৮৫৮ টাকার তথ্য গোপনের অভিযোগে আবদুল মমিন মজুমদার ও তার স্ত্রী সেলিনা জামানের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় মামলা করে দুদক। এমনটাই জানিয়েছেন দুদকের উপপরিচালক মোশাররফ হোসেন মৃধা।এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আবদুল মমিনকে আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করে দুদক।মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জানান, সেলিনা জামান কোনো প্রকার বৈধ উপার্জন করেন না, অথচ তার মালিকানায় সোয়া কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ রয়েছে। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় অর্ধকোটি টাকার তথ্য গোপন করেছেন তিনি। এসব সম্পদ অর্জনে সেলিনাকে সহায়তা করেন স্বামী মমিন মজুমদার।এদিকে কাস্টমস কর্মকর্তা আবদুল মমিনের স্ত্রী সেলিনাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে দুদক। কাস্টমসের এই কর্মকর্তা বর্তমানে ঢাকার গুলশান জোনে কর্মরত আছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৭ ৩:২০ অপরাহ্ণ