১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৩৫

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক:

ঋণ কেলেঙ্কারির ঘটনায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণের চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার তাকে এ চিঠি পাঠানো হয় বলে গণমাধ্যমকে বলেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ (১) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণ করে। অপসরারণের প্রক্রিয়ার অংশ হিসেবে এর আগে মুজিবুর রহমান ব্যক্তিগত শুনানিতে আগ্রহী কি-না তা জানতে চেয়ে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী কমিটি চিঠি দেয়। একই রকম প্রক্রিয়া অনুসরণ শেষে এর আগে অগ্রণী ও বেসিক ব্যাংকের এমডিকে অপসারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ২:১০ অপরাহ্ণ