১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

‘সরকারকে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক:

সরকারকে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। মঙ্গলবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের চার শতাধিক তরুণকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানো হয়।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘টিআইবি ২০০৪ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করে আসছে। চলতি বছর সরকার প্রথমবারের মতো জাতীয়ভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে সরকার দুর্নীতির বিরুদ্ধে ইতিবাচক সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার রাজনৈতিক সদিচ্ছার প্রমাণ রাখলো। এখন সরকারকে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। দুর্নীতি করে প্রশ্রয় পেলে তার ব্যাপকতা বাড়ে এবং তা ভয়াবহ রূপ ধারণ করে।’

এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধে দুদক, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দেয়ার ওপর জোর দেন।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। চলতি বছর সরকার ৯ ডিসেম্বর ‘দুর্নীতি বিরোধী দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ৮:৪১ অপরাহ্ণ