২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

শাবিতে সিন্ডিকেট নির্বাচন ২১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিন্ডিকেট নির্বাচন আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত। ওই দিন সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার শাবিপ্রবির রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য জানান। তিনি জানান, একই দিন একাডেমিক কাউন্সিলের জন্যও চারজন শিক্ষককে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে।

তিনি আরও জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৭ ডিসেম্বর। একই দিন মনোনয়ন পত্র বাছাই করে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১১ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ওই দিনই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা জানান তিনি।

শাবিপ্রবি আইন ১৯৮৭ এর ২৪(১)(ঘ) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যপদে শিক্ষকগণ কর্তৃক নির্বাচিত দুই জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাহাদের মধ্যে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং ২৬(১)(ঝ) ধারা অনুসারে একাডেমিক কাউন্সিলের সদস্য পদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক নির্বাচিত ডিসিপ্লিনের প্রধান নন বিশ্ববিদ্যালয়ের এমন দুইজন সহযোগী অধ্যাপক এবং দুইজন সহকারী অধ্যাপক হবেন।

উল্লেখ্য, ২০১২ সালের এপ্রিলে সর্বশেষ সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দুই বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে গত কয়েক বছরে নির্বাচন হয়নি

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ৭:০৪ অপরাহ্ণ