১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০১

অবৈধ পোস্টারিংয়ের বিরুদ্ধে ডিএনসিসি’র অভিযান

নিজস্ব প্রতিবেদক:
প্রয়াত মেয়র আনিসুল হকের পরিচ্ছন্ন ঢাকা গড়ার সমাধান যাত্রায় গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম ছিল দেয়াল লিখন, পোস্টার অপসারণ, অবৈধ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ।
এ সমাধান যাত্রার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্ব একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে পোস্টারিং করে শহরকে নোংরা করার অপরাধে তেজগাঁওয়ের হক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং নিকেতনের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ যাত্রিক ফাউন্ডেশনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক এবং অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান। বাসস।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ৫:৫১ অপরাহ্ণ