স্পোর্টস ডেস্ক:
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হারের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ক্ষত শুকানোর আগেই আরেকটি দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা। হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলতে দেখা যাবে না দলটির অধিনায়ক জেসন হোল্ডারকে। স্লো ওভার রেটের কারণে তাকে পরের টেস্টে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
স্লো-ওভার রেটের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞাসহ ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে হোল্ডারকে। এই অপরাধের জন্য হোল্ডার ছাড়াও পুরো ওয়েস্ট ইন্ডিজ দলকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ওয়েলিংটনে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৬৭ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে স্লো ওভার রেটের জন্য তাদের নিষেধাজ্ঞা দেন আইসিসির এমিরেট এলিট প্যানেলের রেফারি ক্রিস ব্রড। ওয়েলিংটনে নিধার্রিত সময়ের মধ্যে তিন ওভার কম হওয়ায় হোল্ডার ও তার দলকে এমন শাস্তি দেওয়া হয়।
দৈনিকদেশজনতা/ আই সি