নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত অভিযান চালিয়ে এক হাজার ১৬২ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ১৯৯ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এর মধ্যে শুধু নভেম্বর মাসেই প্রায় সাড়ে ৬২ কোটি টাকার মালামাল জব্দ করা হয়।
এছাড়া চোরাচালান দ্রব্যের মধ্যে ১৩ হাজার পাঁচটি শাড়ি, দুই হাজার ৩৬৬ টি থ্রি পিস-শার্ট পিস, আট হাজার ৬৫৮ মিটার থান কাপড়, দুই হাজার ৭৮৯ টি তৈরি পোশাক, ২০ হাজার ১৬৫ সিএফটি কাঠ ও তিন কেজি ৮৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। আর জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৮ টি পিস্তল, দুইটি বন্দুক, ৬০টি গুলি এবং ১২টি ম্যাগজিন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য পাচারসহ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় সাতজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে তিনজনকে থানায় সোপর্দ করা হয় এবং চারজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।
দৈনিক দেশজনতা/এন এইচ