২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০৬

সীতাকুণ্ডে মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মরণে স্মৃতিস্তম্ভ

নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতা যুদ্ধে নিহত ভারতীয় সেনা সদস্যদের স্মরণে সীতাকুণ্ড পৌরসভার গজারিয়া দিঘীর পাড়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় গজারিয়া দিঘীর পাড়ে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রধান দীপক রঞ্জন অধিকারীর সভাপতিত্বে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে জেলা পরিষদের চেয়াম্যান এমএ সালাম ও চট্টগ্রাম ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব শুভাষিস সিনহা।
সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আলিম উল্লাহ জানান, ওই যুদ্ধে শতাধিক ভারতীয় সেনা মারা যান। যুদ্ধ থেমে যাওয়ার পর বিভিন্ন কারণে বাংলাদেশের জন্য প্রাণ-উত্সর্গকারী সেসব ভারতীয় সেনার মৃতদেহ দেশে ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল না। শেষ পর্যন্ত তাদের সীতাকুণ্ড পৌর সদরের চন্দ্রনাথ ধাম মহাতীর্থের পাদদেশে অবস্থিত মোহন্ত আস্তানা বাড়ির প্রবেশমুখে সত্কার করা হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় যে স্বাধীনতার এত বছরেও ওই স্থানে আত্মোত্সর্গকারী সেসব বীরের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। অনেকেই এ স্থানটি দর্শন করতে এলেও সেখানে কোনো চিহ্নই পাওয়া যায় না।
অবশেষে চট্টগ্রামের জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম মিত্রবাহিনীর সেসব বীর সেনার স্মরণে ওই স্থানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌরসভা মেয়র বদিউল আলম, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক, চট্টগ্রাম মহানগর আদালতের পিপি ফখরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এম. সেকান্দর হোসাইন, আওয়ামী লীগ নেতা মো. সাঈদ মিয়া, পৌর কাউন্সিলর মো. সফিউল আলম মুরাদ চৌধুরী প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৭ ৮:৩৬ অপরাহ্ণ