১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

৬ মাসের মধ্যে খাল পুনরুদ্ধারের কর্মপরিকল্পনা উপস্থাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার দখল হওয়া ৫০টি খালের সীমানা নির্ধারণ ও দখলকারীদের তালিকা প্রস্তুতির মাধ্যমে খালগুলো পুনরুদ্ধারে কর্মপরিকল্পনা উপস্থাপনে ৬ মাস সময় বেঁধে দিয়েছেন উচ্চ আদালত। জনস্বার্থে করা একটি মামলার পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত কয়েকটি প্রতিবেদন সংযুক্ত করে এ আবেদন করা হয়। মামলার আইনজীবী সাঈদ আহমেদ কবির জানান, আদালতের আদেশ অনুযায়ী আগামী বছরের ২ জুলাইয়ের মধ্যে কর্মপরিকল্পনাটি আদালতে উপস্থাপন করতে হবে। ১ জানুয়ারি থেকে এই সময় গণনা শুরু হবে।

এ আদেশ বাস্তবায়নের জন্য ভূমি সচিব, পানিসম্পদ সচিব, গণপূর্ত সচিব, পরিবেশ সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ অধিদপ্তরের ডিজি, ওয়াসার এমডি, রাজউক চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ঢাকার ডিসিকে নির্দেশ দেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ