১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

নয়াদিল্লিতে বায়ুদূষণ নিয়ে ভারত-শ্রীলঙ্কার খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক:

নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে চলছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ। এমন সময়ে নগরীতে চরম বায়ুদূষণ তৈরি হয়েছে। যে কারণে রবিবার মধ্যাহ্ন বিরতির পর মাস্ক পড়ে মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন। লঙ্কান ক্রিকেটাররা কয়েকজনকে দেখে মনে হয়েছে, অসুস্থ বোধ করছেন। দিনের খেলা শেষে শ্রীলঙ্কার কোচ নিক পোথাস জানিয়েছেন ‘ক্রিকেটারেরা বমি করছিল। শ্বাসকষ্টে ভুগছিল। এ রকম পরিস্থিতি ক্রিকেট মাঠে আগে কখনও দেখিনি।’ ভারত অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে।
মাঠে ‘মাস্ক’ পরে নামা ছাড়াও ধোঁয়াশা নিয়ে আম্পায়ারদের কাছে অভিযোগও জানান শ্রীলঙ্কা ক্রিকেটাররা। যার জেরে ২০ মিনিটের মতো খেলা বন্ধ থাকে। ‘মাস্ক’ পরা শ্রীলঙ্কান ক্রিকেটারদের ছবি সোশ্যাল মিডিয়ার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। টুইটারে অবশ্য ভারতীয় সমর্থকরা উল্টো লঙ্কান ক্রিকেটারদেরই দুষছেন। ভারতীয় ভক্তরা বলতে থাকেন, কোহলিদের কাছে বিধ্বস্ত চান্দিমালরা অজুহাত দিচ্ছেন। সেই দাবি উড়িয়ে দিয়ে লঙ্কান কোচ জানান, খেলা থামানো তাঁদের উদ্দেশ্য ছিল না। ড্রেসিংরুমে গিয়ে সুরঙ্গা লাকমল বমি করে যাচ্ছিলেন। সে সব দেখেই তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
ভারতীয় ক্রিকেট বোর্ডও লঙ্কান ক্রিকেটারদের দাবি উড়িয়ে দিযেছে। বিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি সি কে খন্না বলেন, ‘গ্যালারিতে উপস্থিত ২০ হাজার দর্শকের কারও মাস্ক লাগল না। দিব্যি খেলা দেখল ওরা। বুঝলাম না, শ্রীলঙ্কার ক্রিকেটারদেরই শুধু অসুবিধে হল কেন?’ ভারতীয় দলের পক্ষ থেকে দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বি. অরুণ। তিনিও কটাক্ষ করে যান শ্রীলঙ্কার তোলা দূষণ নিয়ে অভিযোগকে। অরুণ বলেন, ‘বিরাট তো দু’দিন ধরে ব্যাট করে গেল। ওর তো কোনও মাস্ক লাগল না। আমরা লক্ষ্যের উপরেই ফোকাস করতে চাই। আর সেই লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা।’
খেলা বন্ধ থাকার সময় দেখা যায় ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী নেমে পড়েছেন মাঠে। কী বলছিলেন শাস্ত্রী? জিজ্ঞেস করায় অরুণ বলেন, ‘রবি ভাই আম্পায়ারদের বলছিল, খেলাটা চালিয়ে যেতে। খেলা কেন থেমে থাকবে?’ এর পর অরুণ যোগ করেন, ‘দু’টো দলের জন্যই তো সমান পরিবেশ, পরিস্থিতি রয়েছে। দূষণের জন্য খেলা বন্ধ করতেই হলে, তা ম্যাচ রেফারি দেখবেন। খেলোয়াড়রা অভিযোগ জানাবে কেন?’  বিশ মিনিটের মতো খেলা বন্ধ রেখে ম্যাচ রেফারি ডেভিড বুনকে একজন ডাক্তারের কাছ থেকেও পরামর্শ নিতে দেখা যায়। খেলা শুরু হতেই কোটলার ফ্লাড লাইট জ্বলে ওঠে। কিছুক্ষণ পরে ওভারের মাঝখানে গামাগে ফের অস্বস্তি বোধ করেন ও মাঠ ছেড়ে বেরিয়ে যান। গামাগের পর অসুস্থ বোধ করায় মাঠ থেকে বেরিয়ে যান শ্রীলঙ্কার আর এক পেসার লাকমলও।
শ্রীলঙ্কার ড্রেসিংরুমে তখন হাহাকার। মাঠে নামার মতো কেউ নেই। অথচ মাঠে দশ জন। হেলমেটে বল লাগায় সাদিরা সমরাবিক্রমাও এ দিন নামেননি। ভারতীয় কোচ রবি শাস্ত্রী, শ্রীলঙ্কার ম্যানেজার অশাঙ্ক গুরুসিংঘে ও চান্দিমলদের মাঠে ডেকে নেন আম্পায়াররা। সেই মুহূর্তেই বিরাট কোহলিরা ইনিংস ঘোষণা করেন।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ