দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
সন্ত্রাস দমনে পাকিস্তানের নীরব থাকাকে স্বাভাবিকভাবে নিচ্ছেনা যুক্তরাষ্ট্র। এবার হোয়াইট হাউজের অভিযোগ, মুম্বাই হামলার অন্যতম চক্রী হাফিজ সাঈদকে মুক্ত করে সন্ত্রাসবাদ দমনের গোটা প্রক্রিয়াটি পিছিয়ে দিতে চাচ্ছে পাকিস্তান। এর আগে, গত আগস্টে নয়া আফগান নীতি ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখনই সন্ত্রাসবাদে মদদ দেয়া নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, জঙ্গি দমনে সদর্থক ভূমিকা পালন না করলে ইসলামবাদকে দেয়া বিপুল পরিমাণ মার্কিন আর্থিক সহায়তা বন্ধ করে দেবে ওয়াশিংটন। চার মাস কেটে গেলেও আফগানিস্তান তথা গোটা দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান কিছু করেনি বলে এবার অভিযোগ তুলল হোয়াইট হাউজ।
এক মার্কিন অ্যাটর্নি স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের ভূমিকায় একেবারেই সন্তুষ্ট নয় ট্রাম্প প্রশাসন। আফগানিস্তানে তালেবান সন্ত্রাস দমনের সঙ্গে সঙ্গে নয়া আফগানিস্তান গড়াতেও পাকিস্তান এত দিন সেভাবে মনোযোগ দেয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। তবে সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, তিনি আশাবাদী তালিবান আর হক্কানি গোষ্ঠী নির্মূলে খুব শীঘ্রই সদর্থক ভূমিকা নেবে ইসলামাবাদ। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিকদেশজনতা/ আই সি