১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

নেত্রকোনায় নারীসহ তিন ইয়াবা ব্যবসায়ী আটক

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্রা থেকে ৫শ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গতকাল রোববার ভোরে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। আটকেরা হচ্ছেন- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার টেঙ্গাপাড়া গ্রামের সুমন মিয়া (২৮), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মির্জাপুর গ্রামের তৌহিদুজ্জামান তালুকদার ওরফে মিল্টন (৪০) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী ললিতা আক্তার (৩০)।

নেত্রকোনা ডিবির পরিদর্শক নাজমুল হাসান জানান, অনেকদিন ধরে আটকেরা জেলায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাদেরকে ধরতে বিভিন্ন সময় নানাভাবে চেষ্টা করা হয়। শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা উপজেলার মাস্টার মোড় এলাকায় অভিযান চালিয়ে তৌহিদুজ্জামান ও সুমনকে ধরা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে দুইজনের স্বীকারোক্তিতে তাদের মাদক ব্যবসার সঙ্গী ললিতাকেও তার বাড়ি থেকে ভোর সাড়ে ৫টার দিকে ধরা হয়।

আটকদের বিরুদ্ধে জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) শরিফুল হক বাদি হয়ে মাদক আইনে বারহাট্টা থানায় মামলা করেছেন। পরে রোববার তাদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন নাজমুল হাসান।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৭ ১০:৩০ পূর্বাহ্ণ