২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১১

দক্ষিণ কোরিয়ায় ট্যাংকারের সঙ্গে নৌকার সংঘর্ষে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে তেলবাহী ট্যাংকারের সঙ্গে মাছ ধরার একটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন মারা গেছে বলে জানানো হয়েছে। এছাড়া এখনও দুজন নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে গতকাল রবিবার দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী সিউলের পশ্চিমে ইনচেওনের কাছে সিউয়েন চ্যাং-১ নামের মাছ ধরার ভাড়া করা নৌকাটির সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ হয়। নৌকাটিতে দুই নাবিক ও ২০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর থেকে দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে পাঁচটি হেলিকপ্টার ও বেশ কয়েকটি জাহাজ তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। ভিডিও ফুটেজে নৌকাটিকে উল্টে পড়ে থাকতে দেখা গেছে।

এছাড়া, সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ট্যাংকারের কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। ঠান্ডা পানির কারণে হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৭ ১০:০৮ পূর্বাহ্ণ