১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০০

বাংলাদেশের সহযোগিতায় ভারত সবসময় প্রস্তুত: হাইকমিশনার

পিরোজপুর প্রতিবেদক:

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশকে সহযোগিতা করতে ভারত সবসময় প্রস্তুত। আমরা একে অপরের পাশে থাকবো বলে ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশে এক হাজার ১০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ আগামী ২০১৮ সালে শেষ হবে।’রবিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারত সরকারের অর্থায়নে মজিদা বেগম মহিলা কলেজ প্রাঙ্গণে ভান্ডারিয়া পৌরসভায় সুপেয় পানি প্রকল্পের কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন হাইকমিশনার।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘ভান্ডারিয়ার বহুমাত্রিক জনগণ একসাথে বসবাস করতে দেখে আমি আনন্দিত। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর উৎসাহে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় সৈনিকদের রক্তদান দুই দেশের ঐক্যের একটি বড় অধ্যায়।’

হাইকমিশনার বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় বাংলাদেশ- ভারতের সম্পর্কের যে বীজ বপন হয়েছে বর্তমান সরকারের সময় এ সম্পর্ক আরও উন্নততর পর্যায় পৌঁছাছে।’

ভারতের হাইকমিশনার বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিছু দিন আগে ঢাকায় ১২০ কোটি টাকার ২৪টি প্রকল্প উদ্বোধন করেছেন। এরই আওতায় ভান্ডারিয়া পৌরসভায় সুপেয় পানি প্রকল্পের পূর্বের বরাদ্দকৃত ১১ কোটি ৫০ লাখ টাকার সঙ্গে আরও দুই কোটি ৮৮ লাখ টাকা বরাদ্দ করা হয়।’

 

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, ভারতীয় হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি নবনিতা চৌধুরী, দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৭ ৭:২১ অপরাহ্ণ