আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ কোরিয়ার উপকূলে মালবাহী ট্রলারের সঙ্গে মাছধরা নৌকার সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে রোববার জানায়, দেশটির পশ্চিম উপকূলে এই দুর্ঘটনাটি ঘটে। কোস্ট গার্ড হতাহতদের উদ্ধার করলেও এখন পর্যন্ত ২ জনের হদিশ মেলেনি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
উদ্ধার কাজ এখনও চলছে বলে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড জানিয়েছে। দুর্ঘটনার সময় মাছ ধরার নৌকাটিতে অন্তত ২০ জন যাত্রী এবং ২ জন কর্মী ছিল। যাত্রীরা মাছ ধরার উদ্দেশ্যে নৌকাটি ভাড়া নেয় বলেও প্রতিবেদনে বলা হয়। দুর্ঘটনার পর পরই দেশটির কোস্টগার্ড হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে। আহত অন্তত ৭ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও প্রতিবেদনে জানায় বিবিসি। এদিকে, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীর হেলিকপ্টারও স্থানটিতে তল্লাশি অভিযান চালাচ্ছে। একই সঙ্গে কাজ করছে বেশ কয়েকটি জাহাজ।
নিখোঁজদের মধ্যে ১০ টনি মাছ ধরা নৌকাটির ক্যাপ্টেনও রয়েছেন বলে স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেলবাহী ট্রলারের সঙ্গে যে নৌকাটির সংঘর্ষ হয় সেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ঘটনার সময় আবহাওয়া ভালো ছিল বলেই জানিয়েছে কোস্ট গার্ড।
দৈনিক দেশজনতা /এমএইচ