২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০২
Two men hold umbrellas to protect themselves from the rain as they stand next to a fishing boat on the Arabian Sea coast in Thiruvananthapuram, Kerala state, India, Friday, Dec.1, 2017. Dozens of fishermen were rescued Friday from the sea which is very rough under the influence of Cyclone Ockhi. (AP Photo)

ভারতে ঘূর্ণিঝড়ে নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় আঁখির আঘাতে ভারতে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা, তামিল নাডুতে প্রথম আঘাত হানে। এরপর ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপে তাণ্ডব চালায় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। বহু জেলে এখনও ওই এলাকার সাগরে আটকা পড়ে আছেন বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা।

ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পাশাপাশি সাগর থেকে ২২৩ জন জেলেকে উদ্ধার করেছে ভারতের নাশ্যনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এডিএমএ), ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী। ঘূর্ণিঝড়ে প্রয়োজনীয় তহবিলসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ