বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য এজ ব্রাউজার উন্মুক্ত করেছে মাইক্রোসফট। বিটা বা পরীক্ষামূলক সংস্করণ মাস খানেক ধরে পরীক্ষার পর এজ ব্রাউজার অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত করে দিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটসের এক প্রতিবেদনে বলা হয়, এর আগে শুধু উইন্ডোজ ইনসাইডারস ব্যবহারকারীরা এজ ব্রাউজার ব্যবহার করতে পারতেন। উইন্ডোজ ১০ পিসিতেই কেবল এতে সাইনআপ করা যেত। তবে গত শুক্রবার থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যেকোনো আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাঁদের মোবাইল ডিভাইসে এ ব্রাউজার ব্যবহার করতে পারবেন।
আইওএস ব্যবহারকারীদের উইন্ডোজের সঙ্গে আরও যুক্ত করতে মাইক্রোসফটের নতুন এ ব্রাউজার। কন্টিনিউ অন পিসি ফিচার ব্যবহার করে ব্যবহার করে সহজে পিসি ও আইফোন সংস্করণে যেতে পারবেন। ব্রাউজারে ফেভোরিটস, হিস্ট্রি, রিডিং লিস্ট ও ই-বুকে ঢোকা যাবে। ভবিষ্যতে ট্যাবের সঙ্গে সিনক্রোনাইজ সুবিধা দেওয়ার কথা ভাবছে মাইক্রোসফট।
গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে এজ ব্রাউজার পাওয়া যাবে। তথ্যসূত্র: আইএএনএস।
দৈনিকদেশজনতা/ আই সি