১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

বেনাপোলে স্বর্ণের বারসহ ২ ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক

নিজস্ব প্রতিবেদক:

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে অভিনব কায়দায় পায়ুপথ দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় ১ কোটি টাকার ২০টি স্বর্ণের বার সহ দুই ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছেন কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সদস্যরা।
গতকাল ওই যাত্রীরা ভারতে যাওয়ার সময় সন্দেহ হলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে পেটের মধ্য থেকে পায়ুপথ দিয়ে স্বর্ণের বারগুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- ভারতের দিল্লীর উত্তম নগর এলাকার মাহেন্দার বর্মার ছেলে সঞ্জিব বর্মা (৪৮) ও কলকাতার ইকবালপুরের নূরুল হকের ছেলে নসরুল হক (৩৬)। তাদের পাসপোর্ট নং যথাক্রমে এল ৫৮৮২২৬৬ ও এম -৩০১১৬০০।
কাস্টমস গোয়েন্দা ইমাম হোসেন জানান, স্বর্ণ পাচারের বিষয়ে তাদের কাছে আগে থেকে তথ্য ছিলো। বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার পথে ওই দুই ভারতীয়কে আটক করা হয়। তারা প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে শরীর তল্লাশি করে দু’জনের পায়ুপথ এর মধ্য থেকে দুই কেজি ওজনের ১০টি করে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের স্বর্ণ পাচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এবং উদ্ধারকৃত স্বর্ন বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ৬:১৭ অপরাহ্ণ