নিজস্ব প্রতিবেদক:
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা শুনলেই সরকার নার্ভাস হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। মানববন্ধনের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি নির্বাচনে যাবে শুনলে আওয়ামী লীগের অবস্থা খারাপ হয়ে যায়। সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারের অধীনে হবে শুনলে প্রধানমন্ত্রী এবং তার দলের নেতাদের ঘুমই হারাম হয়ে যায়।’ তিনি বলেন, ‘সত্য এবং বাস্তবতা হচ্ছে, ২০১৮ সালে যে নির্বাচন হবে, তাতে বিএনপি অংশ নেবে এবং সেই নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘বিরোধী দল হিসেবে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যে অবস্থানে থাকবে, সেই অবস্থানে থেকেই শেখ হাসিনার দলকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। সমানে সমানে লড়াই হবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনাদের মিথ্যা মামলার দিন অচিরেই শেষ হয়ে আসবে। এই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় থাকার কারণে একদিন আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, জিনাফের সভাপতি মিয়া মুহাম্মাদ আনোয়ার, আয়োজক সংগঠনের সহ-সভাপতি নাজমুল হোসেন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ