১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

উত্তরা স্পোটিং ক্লাবের ছাদ থেকে মালিকের ব্যবসায়ীক বন্ধুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় উত্তরা স্পোর্টি ক্লাব ভবনের ছাদ থেকে সুমন (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুমন ওই ক্লাব মালিকের বন্ধু এবং তাদের মাঝে ব্যবসায়ীক সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল ৯টার দিকে ক্লাব মালিকের গাড়ি চালক জুয়েল তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখান থেকে ঢামেকে নিয়ে আসার পর বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়ি চালক জুয়েল জানায়, নিহত সুমনের সঙ্গে স্পোটিং ক্লাবের মালিকের বন্ধুত্বপূর্ণ ও ব্যবসায়ীক সম্পর্ক ছিল।
জুয়েল আরো জানায়, সকালে ছাদে উঠার সময় উপরের সিড়ির পাশে সুমনের লাশ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহত সুমনের পিঠে কাটা দাগ পাওয়া গেছে। তবে কিসের দাগ তা এখনো জানা যায়নি। তিনি আরো জানান এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ১:১০ অপরাহ্ণ