২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১১

‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

অনলাইন ডেস্ক:

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলতে হলে এখন থকে বাকি সবগুলো ম্যাচকেই ফাইনাল হিসেবে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডর তারকা হুয়ান মাতা।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগে ড্র করে গতকাল পয়েন্ট নষ্ট করেছে ইউনাইটেড। গতরাতে নিজেদের ৩৪তম ম্যাচে ম্যান ইউ ১-১ গোলে ড্র করেছে সোয়ানসি সিটির সাথে। এই ড্র’তে ৩৪ ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট সংগ্রহে নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থাকলো ম্যান ইউ। অপর ম্যাচে মিডলসব্রোর সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে ইউনাইটেডের সামনে সুযোগ ছিল সিটিকে ছাড়িয়ে যাবার। এই ড্র’তে ৩৪ ম্যাচ শেষে সিটিজেনদের সংগ্রহে থাকলো ৬৬ পয়েন্ট। পয়েন্ট টেবিলে চতুর্থস্থানে আছে ম্যান সিটি।

ইউরোপা লীগে জিততে পারলে হোসে মরিনহোর শিষ্যদের সামনে সুযোগ থাকবে চ্যাম্পিয়নস লীগে খেলার যোগ্যতা অর্জন করার।

বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোর মুখোমুখি হবে ইউনাইটেড। সেল্টার বিপক্ষে লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা বুঝতে পারছেন মাতা। যদিও ২৪ মে ফাইনালের জন্য তার দলকেই অন্যতম ফেবাটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইউনাইটেডের ওয়েবসাইটে মাতা লিখেছেন, ‘চলতি সপ্তাহে আমাদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রথম হচ্ছে ইউরোপা লীগে সেল্টা ভ্রমণ। একটি কথাই বলতে পারি স্পেনে তারা দারুণ ফুটবল খেলছে। এটা শুধুমাত্র এই মৌসুমেই নয়। তাদের পরাজিত করতে হলে আমাদের সেরাটা খেলতে হবে। এর পাশাপাশি প্রিমিয়ার লীগে আর্সেনালের সাথে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এখন থেকে প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল।’

কুঁচকির ইনজুরি কাটিয়ে সোয়ানসি সিটির বিপক্ষে গতকাল মূল একাদশে ফিরেছিলেন মাতা। সোয়ানসির সাথে ড্র করাটাকে দূর্ভাগ্যজনক হিসেবেই মানছেন মাতা। ইনজুরি কাটিয়ে মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে দলে ফিরে আসাটা দারুণ আশাবাদী করে তুলেছে এই স্প্যানিশ তারকাকে।

প্রকাশ :মে ২, ২০১৭ ৪:০৩ অপরাহ্ণ