১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:০৭

হাড় ক্ষয় হচ্ছে চা, কফিতে!

নিজস্ব প্রতিবেদক:

আপনার হাড় ক্ষয়ে যাচ্ছে কি ৪০-এর আগেই? কিংবা ৩০ বছর হতে না হতেই দুর্বল হচ্ছে হাড়? অনেক চেষ্টা করছেন, তা সত্ত্বেও কাজ হচ্ছে না। বাজার চলতি বিভিন্ন জিনিসপত্র খাচ্ছেন বটে, কিন্তু পাচ্ছেন না ফল। এমন যদি হয় তাহলে বুঝে নিন, কোন কোন খাবারগুলো আপনার হাড়কে দুর্বল করে দিচ্ছে।

সেরকমই কিছু খাবারের তালিকা দেওয়া হল, যে খাবারগুলো আপনার প্রতিদিনের তালিকায় থাকলে, হাড় দুর্বল হতে বাধ্য। যে খাবার বা পানীয়গুলোতে আপনার হাড় দুর্বল হয়ে পড়ে, তার মধ্যে রয়েছে চা, কফি। চা, কিংবা কফিতে যে ক্যাফাইন রয়েছে, তা পনার হাড়-এর স্বাস্থ্যের জন্য একেবারেই উপযুক্ত নয়।

বেশি পরিমাণ লবণ খেলেও আপনার হাড় দুর্বল হতে বাধ্য। তাই যতটা সম্ভব, খাবারে লবণ কম খান। আপনার যদি বেশি অ্যালকোহল পানের অভ্যেস থাকে, তাহলে বর্জন করুন। কারণ অ্যালকোহল যদি আপনার পেটে বেশি পড়ে, তাহলে আপনার হাড়ের স্বাস্থ্য খারাপ হতে বাধ্য বলেই মনে করছে গবেষকদের একাংশ।

খেতে বেশ লাগলেও, হাড়-এর স্বাস্থ্য বাঁচাতে বেশি করে রেড মিট খাওয়া বর্জন করুন। অত্যধিক পরিমাণ রেড মিট কোলন ক্যান্সারের সম্ভাবনাও বাড়িয়ে দেয় বলে প্রকাশিত গবেষণায়। সোডাও আপনার হাড়-এর স্বস্থ্য খারাপ করে দেয় বলে জানা যাচ্ছে।

তথ্য সূত্র: জেডএন

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ১২:৫১ অপরাহ্ণ