১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

কিশোরগঞ্জে ২ সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ২ সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় মুমিন নামের প্রতিপক্ষের একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মাঝে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই বিরোধের জেরেই আজ সকালে ২ সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাসসুদ্দিন ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ১০:১১ পূর্বাহ্ণ