১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

বীরগঞ্জ পৌর সভার আয়োজনে বিনামুল্যে রোগিদের চিকিৎসা ও ঔষুধ বিতরন

 দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী বিনামুল্যে রোগিদের চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরন করা হয়েছে।বীরগঞ্জ পৌরসভার ৯নং-ওয়ার্ডস্থ জগদল হাটপুকুর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বৃহস্পতিবার প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ আগত রোগিদের বিনামুল্যে চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরন কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।

একই দিনে ৮নং ওয়ার্ডের আদর্শপাড়া ও হঠাৎপাড়া মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতশত রোগিদের মাঝে বিনামুল্যে রোগিদের চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরন করা হয়েছে। বীরগঞ্জ পৌরসভার বাস্তবায়নে-উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ফারিয়া সংগঠনের সহযোগিতায় ওয়ার্ড কাউন্সিলর তাইজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহামুদুল হাসান পলাশ, পৌর সচিব মোঃ আব্দুল হানিফ সরদার, ফারিয়া সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক, পৌর ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল বারিক, সাবিনা ইয়াসমিন, রহিমা খাতুন ফুলেশা, কোহিনুর বেগম, ফারিয়া সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যরা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১, ২০১৭ ৮:৫৪ অপরাহ্ণ