১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

রাজস্ব আদায় ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:

চলতি অর্থবছরে ৩০ নভেম্বর পর্যন্ত ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৫ লাখ ৫৬ হাজার ৬১৬ জন করদাতা। যা গতবছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ০১ শতাংশ বেশি।

এবার আয়কর এসেছে ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩৭ শতাংশ বেশি।

এদিকে নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিল করতে না পারায়, সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন ২ লাখ ৭৯ হাজার ৬২৬ জন করদাতা। যা গতবছরের চেয়ে ৮৪ দশমিক ১০ শতাংশ বেশি।

শুক্রবার (১ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন ব্রেকিংনিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত করদাতারা বিভিন্ন কর অঞ্চলে আয়কর রিটার্ন দাখিল ও কর প্রদান করেন। করদাতাদের এমন সাড়ায় এনবিআর গর্বিত। এনবিআর চেয়ারম্যান এজন্য করদাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এনবিআর সূত্র জানায়, ২৪-৩০ নভেম্বর সারাদেশে সকল কর অঞ্চলে আয়কর সপ্তাহ পালিত হয়। যেখানে মেলার পরিবেশে, মেলার মতোই সকল কর সেবা প্রদান করা হয়। প্রতিবছরের মতো এবারও আয়কর সপ্তাহে করদাতারা বিপুল উৎসাহ, উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য নিয়ে স্ব-প্রণোদিত ও স্বতঃস্ফূর্তভাবে মেলার পরিবেশে সকল কর অঞ্চলে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

করদাতারা ২০১৭-১৮ করবর্ষের আয়কর রিটার্ন জমাদানের পাশাপাশি নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন করেছেন। ৩০ নভেম্বর ২০১৭ ছিল ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। ৩০ নভেম্বর গভীর রাত পর্যন্ত সারাদেশে দাখিলকৃত আয়কর রিটার্নের সংখ্যা দাঁড়ায় ১৫ লাখ ৫৬ হাজার ৬১৬। যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ০১ শতাংশ বেশি। অর্থাৎ ৪ লাখ ১২ হাজার ১১৯টি রিটার্ন বেড়েছে।

সূত্র আরো জানায়, ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহে কর অঞ্চলে ৬ লাখ ৬০ হাজার ৩৬২ জন করদাতা রিটার্ন দাখিল, ৮৭৫ কোটি ৪২ লাখ টাকার আয়কর প্রদান ও ৭ লাখ ১০ হাজার ৩০৬ জন সেবা নিয়েছেন। অন্যদিকে ৩০ নভেম্বর পর্যন্ত ৩২ লাখ ৩৪ হাজার ৬৫৪ জন করদাতা ই-টিআইএন নিবন্ধন করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১, ২০১৭ ৭:৫৯ অপরাহ্ণ