যশোর প্রতিবেদক:
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ২ কেজি স্বর্ণসহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সঞ্জীব বার্মা এবং নসরুল হক। তাদের বাড়ি ভারতে বলে নিশ্চিত করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টম হাউসের শুল্ক ও গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ওই ভারতীয় নাগরিকরা ছিলেন পাসপোর্টধারী। তারা বিশেষ কায়দায় শরীরের অভ্যন্তরে স্বর্ণগুলো লুকিয়ে রেখেছিলেন। দুইজনের কাছে ১০ পিস করে ২০ পিস স্বর্ণের বার পাওয়া গেছে, যার ওজন ২ কেজি।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

