নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্ত থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ৭১ বোতল ভারতীয় হ্যাপিগোল্ড মদ জব্দ করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য এক লাখ ছয় হাজার ৫৩০ টাকা।
একটি চোরাচালানী চক্র ভারত থেকে মদের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি তাদের ধরার চেষ্টা করলে চোরাচালানীরা মদের চালান ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে ৭১ বোতল ভারতীয় হ্যাপিগোল্ড মদ উদ্ধার করে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলবাড়ী বিজিবি কোম্পানির সুবেদার নূরে আলম বলেন, ‘বিজিবি ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকাগুলো থেকে মাদকসহ চোরাচালানী রোধে বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় সীমান্তে ৭১ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।’
দৈনিক দেশজনতা ডেস্ক:
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

