২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

বাংলাদেশ এইডস ঝুঁকিতে রয়েছে : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার ০.০১ ভাগের নিচে, এটি একটি স্বস্তির বিষয়। তবে ভৌগোলিক অবস্থান, অসচেতনতা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অনিয়ন্ত্রিত আচরণ ও ভ্রান্ত ধারণার জন্য এদেশে এইডসের ঝুঁকি এখনও বিদ্যমান।

বিশ্ব এইডস দিবস-২০১৭ উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো ১ ডিসেম্বর সারাদেশে বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। বৈষম্যহীন এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিতকরণের অঙ্গীকার নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস উদযাপিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

 এইডস প্রতিরোধ ও নির্মূলে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, দাতাসংস্থা, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ